কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫ এ কুমারখালী থেকে বিজয়ী পাঁচজন কৃতী সাঁতারুকে সংবর্ধণা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. নূরুল ইসলাম নান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা সাফল্য অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছেন–
মোছা. সোহানা খাতুন (২০০ মিটার চিত সাঁতারে তৃতীয়)
মো. কামরুজ্জামান (১০০ মিটার মুক্ত সাঁতারে তৃতীয়)
মো. শাওন শেখ (২০০ মিটার বুক সাঁতারে তৃতীয়)
মো. আকাশ হোসেন (১০০ মিটার মুক্ত সাঁতারে তৃতীয়)
রায়হান হিমেল (১০০ মিটার চিত সাঁতারে তৃতীয়)
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, “এই কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা কুমারখালীর গর্ব। তাদের এ সাফল্য ভবিষ্যতে আরও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে। মানসম্মত ক্রীড়া সামগ্রী সরবরাহসহ প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা হবে।”
সাঁতারু সোহানা খাতুন জানান, “গত বছর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলাম। এবার জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়েছি। সরকারি সহযোগিতা পেলে আমরা আরও ভালো করতে পারি।”