Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশে আর যেন না ফিরে স্বৈ’রশাসন: নড়াইলে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুলাই ১০, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

“এই দেশে আর যেন নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়” — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশম দিনে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে এক পথসভায় তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার প্রত্যয়ে। তরুণ প্রজন্ম তখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু এক বছরেও আমরা জুলাইয়ের শহীদ ও আহতদের যথাযথ সম্মান জানাতে পারিনি। আমরা ৫৪ বছরের বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন প্রত্যক্ষ করেছি। এই দেশ যেন আর কোনো স্বৈরশাসনের অভিজ্ঞতা না পায়।”

 

নাহিদ ইসলাম আরও বলেন, “বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ও চিত্রশিল্পী এসএম সুলতানের পবিত্র ভূমি নড়াইল আজও উন্নয়নবঞ্চিত। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবহেলিত অঞ্চলগুলোকে গুরুত্ব দিতে হবে। দলমত নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়ার সময় এখন।”

 

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা শুনেছি, দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। শোনা যাচ্ছে, আমাদের ‘শাপলা প্রতীক’ বাতিল করা হতে পারে। অথচ কমিশন এখনও আনুষ্ঠানিক মিটিংই করেনি, তাহলে তথ্য বাইরে এল কিভাবে? আমরা জানি, রিমোট কার হাতে।”

 

সভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি প্রমুখ।

 

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং নড়াইল জেলার প্রধান সমন্বয়ক মোঃ শরিফুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।