যশোর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “সরকারের উপদেষ্টারা যদি দেশ ও ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।” বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে যশোর শহরের বিডি হলে শাপলা চত্তরে এক গণসমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা তার অপকর্মের দায়ে দেশ থেকে পালিয়ে গেছে। তিনি ও তার সহযোগীরা দেশের স্বাধীনতা, ইসলাম এবং জনগণের শত্রু। তাদের আর কখনো আবু সাঈদ-মুগ্ধের বাংলাদেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।”
মামুনুল হক আরও বলেন, “বিগত ১৬ বছরে খেলাফত মজলিসসহ ইসলামপন্থীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই। ন্যায়ভিত্তিক শাসন এবং খেলাফত প্রতিষ্ঠার সময় এসেছে।”
তিনি আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথাও জানান। পাশাপাশি তিনি দেশে আংশিক সংখ্যানুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে জনসমর্থনের ভিত্তিতে সব দল প্রতিনিধিত্ব পায়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতউল্লাহ, মুফতি মুহসিন উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মনিরুল ইসলামসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা।
সমাবেশে শাপলা চত্বর, পিলখানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘গণহত্যার’ বিচার এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। গণসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।