খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মল্লিকপুর খাজুরিয়া সড়কটি টানা বৃষ্টিতে ভেঙে খালে পড়ে গেছে। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।
প্রতিদিন শত শত মানুষ এ সড়কটি ব্যবহার করে চলাচল করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই সড়কটির বেহাল দশা ছিলো। স্থানীয়রা একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
মল্লিকপুর এলাকার বাসিন্দা সুমন বলেন, “অনেকদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন টানা বৃষ্টিতে পুরোটা খালে পড়ে গেছে। আগে ব্যবস্থা নিলে হয়তো এমন দুর্ঘটনা ঘটত না।”
স্থানীয় আরেকজন বাসিন্দা শামিম বলেন, “এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পৌর প্রশাসক নজরুল ইসলাম কিছু স্থানে সাময়িক চলাচলের জন্য পাইলিংয়ের ব্যবস্থা করেছেন, তবে তা যথেষ্ট নয়।”
মোটরসাইকেল চালক নাহিদ বলেন, “আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি। এখন সড়কটি ভেঙে যাওয়ায় বের হতে পারছি না।”
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে, নইলে দীর্ঘস্থায়ী ভোগান্তিতে পড়তে হবে নলছিটি পৌরসভার হাজারো মানুষকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.