কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম আবু নওশাদ-এর বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধনে অংশ নেন কচুয়ার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও কে এম আবু নওশাদ একজন সৎ, সাহসী, কর্মঠ ও মানবিক কর্মকর্তা। তার কার্যকর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবা ও দুর্নীতিবিরোধী অভিযানসহ সকল ক্ষেত্রে কচুয়ায় দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। তিনি রাতের আঁধারে সাইকেল চালিয়ে খোঁজ নিয়েছেন অসহায় মানুষের, সরাসরি অংশ নিয়েছেন জনসেবায়—যা একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বের বাইরেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে যেসব কাজ রাজনৈতিক প্রভাবের কারণে বাস্তবায়ন হয়নি, তা তিনি মাত্র কয়েক মাসের মধ্যে সম্পন্ন করে দেখিয়েছেন। তার মতো একজন নিষ্ঠাবান ও আপসহীন কর্মকর্তার হঠাৎ বদলি আদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি কচুয়ার চলমান উন্নয়ন ব্যাহত করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী বাবুল সেখ, হনুফা হালদার, সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার প্রমুখ।
মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ইউএনও কে এম আবু নওশাদের বদলি আদেশ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বক্তারা চান, তিনি যেন কচুয়ায় থেকে বাকি উন্নয়ন কর্মকাণ্ড সমাপ্ত করার সুযোগ পান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.