মো.শাহাজালাল, বরিশাল প্রতিনিধি
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অফিস সম্পাদক ইকরামুর রহমান, সাবেক ছাত্রনেতা ও মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এইচআরডি সম্পাদক নাজমুল হক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান ও সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "তোমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তোমরা জাতির গর্ব, ২৪শের আন্দোলনের শহীদ আবু সাইদের উত্তরসূরী। তোমরা মুগ্ধ শান্তর মতো দেশপ্রেম ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইবনে সিনা, ইবনে হাইসামসহ মুসলিম জ্ঞানীদের জীবনাদর্শ অনুসরণ করে দেশ ও জাতির জন্য অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.