এমদাদ খান,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আপন দুই ভাইসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) গভীর রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিনগর সড়কে এ অভিযান পরিচালিত হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের ইলিয়াস ফকিরের দুই ছেলে—বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও চুরি সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.