ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ডাঃ নাজমুল হুদা বিপ্লব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার ক্যাফে বাংলা হোটেলে অনুষ্ঠিত এ সভায় সরাইল উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ডাঃ নাজমুল হুদা বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একজন সক্রিয় সদস্য এবং প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার সন্তান। সভায় তিনি বলেন, “আমার পিতা যেমন চিকিৎসা সেবায় ও সমাজসেবায় নিবেদিত ছিলেন, আমিও তাঁর আদর্শ অনুসরণ করে চিকিৎসা ও নীরব সমাজসেবায় আত্মনিয়োগ করেছি।”
তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই গঠনমূলক রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে পেশাগত জীবনে ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)–এর ঢাকা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরিতে কর্মরত থাকাকালীন সময়ে রাজনৈতিক বৈরিতার কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
ডাঃ বিপ্লব বলেন, “সরাইল-আশুগঞ্জ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। যদি দলীয় মনোনয়ন পাই, ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করে বিপুল ভোটে নির্বাচিত হব এবং এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করব।”
মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন এবং সরাইল উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.