বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে চমক দেখিয়েছে আসাদুজ্জামান অলি। সে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে।
অলি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মোহাম্মদ আজাদ বিশ্বাস ও রোজিনা জামানের ছেলে। সে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফ হোসেনের ভাগ্নে।
অলির এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে A+ (৮০% বা তার বেশি নম্বর) অর্জন করতে হয়, যা অলির কঠোর অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার প্রতিফলন।
তার এই সফলতা উদযাপন করে পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই অলি মেধাবী ও অনুশাসনপ্রিয়। ভবিষ্যতে সে দেশ ও মানুষের সেবা করতে চায়। অলি নিজেও সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আমি বড় হয়ে একজন মানবিক ও সৎ মানুষ হতে চাই, যাতে দেশের কল্যাণে কাজ করতে পারি।”
এলাকাবাসীও আশাবাদ ব্যক্ত করেছেন, অলি ভবিষ্যতে আরও বড় অর্জন করে বাবুগঞ্জ তথা বরিশালের মুখ উজ্জ্বল করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.