Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা

যশোর প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ষযশোর প্রতিনিধি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে যশোরে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার ১১তম দিনে বেলা সাড়ে ১১টায় যশোর শহরের হোটেল ওরিয়ন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় অংশ নেওয়া আহতরা অভিযোগ করে বলেন, গত বছর জুলাই আন্দোলনের সময় জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন তারা। কিন্তু এক বছর পার হলেও এখন পর্যন্ত কোনো ঘোষণা পত্র, আহতদের স্বীকৃতি, ‘জুলাই সনদ’ প্রদান কিংবা চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়ে নেতারা এখন দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, যা হতাশাজনক।

 

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে তারা জোরালো আহ্বান জানান।

 

এ সময় এনসিপির নেতারা আহতদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং জনগণকে সঙ্গে নিয়ে “নতুন বাংলাদেশ” গড়ার আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।