Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার’-এর উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় শহরের শহীদ আসিফ চত্বরে এ ক্যালেন্ডার বিতরণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

 

উদ্বোধনী আয়োজনে সাধারণ জনগণের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদ এবং স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, ছাত্রছাত্রী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ ক্যালেন্ডার প্রকাশ ও মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

তারা বলেন, “এই মাসের প্রতিটি দিনেই আন্দোলনের প্রাসঙ্গিকতা তুলে ধরতে আমাদের কর্মসূচি চলবে। আমাদের লক্ষ্য—সচেতনতা, ঐক্য এবং ন্যায়বিচারের জন্য ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলা।”

 

উল্লেখ্য, ১৯৭২ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া গণজাগরণ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।