সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় শহীদ ও আহত পরিবারসহ সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক মানবিক সেবামূলক কর্মসূচি—‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’।
শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের শহীদ আসিফ চত্বরের পশ্চিম পার্শ্বে স্মার্ট মেডিকেল সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তফা আল মামুন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আয়োজনে এবং স্মার্ট মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, “জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এবং সাতক্ষীরাবাসীর জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ। আজকের ক্যাম্পে ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আগামী ২৫ জুলাই আরও ৫০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ।”
এ উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের মানবিক সেবা আরও সম্প্রসারিত করা হবে।