Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় উচ্চস্বরে বক্স বাজানো বন্ধ করতে বলায় অতর্কিত হাম/লায় আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে বলায় এক পরিবারের তিনজন সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কাঁচের কোল ইউনিয়নের বোয়ালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালীয়া গ্রামের আলামিন নামে এক ব্যক্তির বাড়িতে জোরে বক্স বাজানো হচ্ছিল। এতে শব্দদূষণ ও বিরক্তির কারণে প্রতিবাদ করেন একই গ্রামের রাওশান আলী। এক পর্যায়ে আলামিনের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে রাওশান আলী, তার ছেলে আনারুল ইসলাম ও আল-আমিন হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলায় গুরুতর আহত হন তারা তিনজনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে আনারুল ইসলাম ও আল-আমিন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “বক্স বাজানোকে কেন্দ্র করে বোয়ালিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, শব্দদূষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় এমন হামলা অত্যন্ত নিন্দনীয় এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।