বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, উলামা বিভাগ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী হোসেন, রহমতপুর ইউনিয়ন আমীর মাওলানা হাসান আলী, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমীর মাওলানা হারুন অর রশিদ, মাধবপাশা ইউনিয়নের আমীর সৈয়দ আলতাফ হোসেন, চাঁদপাশা ইউনিয়নের আমীর মাস্টার জাকির হোসেন, কেদারপুর ইউনিয়নের আমীর মাওলানা রুহুল আমীন, এবং দেহেরগতি ইউনিয়নের আমীর মাওলানা এরশাদ হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিগণ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের সাত দফা দাবি জামায়াতে ইসলামীর দলীয় স্বার্থে নয়, বরং এগুলো দেশের সাধারণ মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। তাই বাবুগঞ্জ থেকে সর্বস্তরের মানুষকে নিয়ে ওইদিন ঢাকায় উপস্থিত হয়ে আন্দোলনকে সফল করতে হবে।”
তিনি দলের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সমাবেশে অংশগ্রহণে সাধারণ মানুষকে আহ্বান জানানোর নির্দেশ দেন।
সভা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন জাতীয় সমাবেশে যোগদানের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়।