রাজপথ আজ রক্তে ভেজা, খবর আসে নানান দিক থেকে,
মিটফোর্ড থেকে চাঁদপুর, ভয় আর আঁধার ঢেকেছে দেশকে।
একদিকে লাশ যুবনেতার, খুলনার মাটি শোকে ভারী,
অন্যদিকে ব্যবসায়ী কুপিয়ে খুন, ঢাকা কাঁদে নীরবে সারি সারি।
মসজিদের মিম্বরও আজ নিরাপদ নয়, ছিঁড়েছে শান্তির ঘোর,
খতিবের উপর ধারালো হামলা, এ কেমন অমানিশার জোর?
পাথরের ঘায়ে, দা'য়ের কোপে, প্রকাশ্য দিবালোকে জীবন শেষ,
শত শত চোখ দাঁড়িয়ে দেখে, এ কেমন দেশের পরিবেশ?
চিৎকার ওঠে সোশ্যাল মিডিয়ায়, তারকাও হারায় ভাষা,
'এ কি নরকে বাস করছি আমরা?' জাগে ভয়াল জিজ্ঞাসা।
নিরাপত্তা কোথায় আজ? কোথায় আইনের শাসন বল?
সরকার কেন নীরব দর্শক? চোখ বুঁজে থাকে অবিরল?
ক্ষুদ্র ব্যবসায়ী চাঁদাবাজির শিকার, জীবন দিয়ে দেয় দাম,
খতিবের কণ্ঠে সত্যের বাণী, সেও কি আজ পেল পরিণাম?
ভয় চেপে বসে মানুষের মনে, কাল কে হবে শিকারী হায়?
সত্য বললে, প্রতিবাদ করলে, কি জানি কখন প্রাণটা যায়!
আর কত রক্ত ঝরবে পথে? আর কত লাশ উঠবে ভেসে?
ভয় ভেঙে আজ জেগে ওঠো সবাই, প্রতিবাদ জানাও এই ক্লেশে।
শান্তি চাই, নিরাপত্তা চাই, চাই নির্ভয়ে বাঁচার অধিকার,
এই রক্তাক্ত রাজপথের চিৎকার, পৌঁছে যাক আজ জনতার।
সোহেল রানা
সাব-এডিটর, স্বাধীন আলো
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.