এসএম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার নড়াইল
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সভায় এম এম মামুনুর রশীদকে সভাপতি এবং আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির জনসংযোগ ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি বিএম রমিচ উর রহমান ও সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিক এলাহী, চাকরি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক শাকিল, জনসংযোগ ও প্রচার সম্পাদক খায়রুজ্জামান তানিম, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আনোয়ার সাদাত, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিল্লাল হোসেন, গবেষণা ও আইসিটি সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কল্পনা খাতুন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রিপন, এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন।
উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন সুকুমার বিশ্বাস, দীপক কুমার রায় ও অহিন্দ্রনাথ বিশ্বাস। বাকি দুই সদস্যের নাম আলোচনা সাপেক্ষে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।
নবনির্বাচিত সভাপতি এম এম মামুনুর রশীদ বলেন, “আমার প্রথম লক্ষ্য থাকবে সংগঠনের জন্য নড়াইলে নিজস্ব ভবন নির্মাণ। এজন্য জমি ক্রয়ই হবে অগ্রাধিকার। পাশাপাশি সদস্যদের অধিকার সুরক্ষা ও সংগঠনের সার্বিক উন্নয়নে আমরা সকলে মিলে কাজ করবো।”

