এস আই মল্লিক(কালিগঞ্জ)ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত হত্যা মামলার পলাতক আসামি ও কুখ্যাত সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানা (৪৫) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী, র্যাব ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ঘ্যানা কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মসলেম মোল্লার ছেলে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম। অভিযানের সময় ঘ্যানার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জানা যায়, চলতি বছরের ১ জুন কালীগঞ্জে বিএনপির দুই নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ঘ্যানা ছিলেন প্রধান আসামিদের একজন। অতীতে ঘ্যানা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করত না। তবে সরকার পতনের পর পরিস্থিতির পরিবর্তন হলে সে বিএনপির একটি অংশের সঙ্গে যুক্ত হয়ে আবারও এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজিতে সক্রিয় হয়।
মামলার তদন্তে উঠে আসে, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডে ঘ্যানা সরাসরি জড়িত। ঘটনার পর জামিনে মুক্ত হয়ে রাজধানীর একটি হোটেলে খালি গায়ে নাচানাচি করে সে আলোচনায় আসে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে যৌথ বাহিনী অস্ত্রসহ আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে সৃষ্ট আতঙ্ক কিছুটা হলেও কাটবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.