মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
২০২১-২০২২ অর্থ বছরে নড়াইল পৌরসভার ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে পৌরসভার অফিস কক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, গোলাম মোর্ত্তজা স্বপন, বাবুল কুমার সাহা, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারী প্রকৌশলী সুজন আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।