মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
২০২১-২০২২ অর্থ বছরে নড়াইল পৌরসভার ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে পৌরসভার অফিস কক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, গোলাম মোর্ত্তজা স্বপন, বাবুল কুমার সাহা, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারী প্রকৌশলী সুজন আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস