মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ফরাজীর হাটখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাই আকনের নেতৃত্বে এই বালু উত্তোলন কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী থেকে প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশেপাশের শতাধিক বসতবাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে তাদের বসতভিটা হুমকির মুখে পড়েছে। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
একজন ভুক্তভোগী বলেন, “আমার ঘরের পাশ দিয়ে নদী ভাঙছে, বাচ্চাদের স্কুলটাও এখন আর নিরাপদ না। কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল বলছেন, অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও খনিজ সম্পদ উন্নয়ন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হলেও, বাস্তবে প্রশাসনের নিরবতা ও প্রভাবশালীদের প্রশ্রয়ে এই কর্মকাণ্ড প্রতিনিয়তই বেড়ে চলেছে।
তাদের মতে, স্কুল ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.