যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক সংগঠন ‘জুলাই বিপ্লব মঞ্চ’।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের নিকট সংগঠনটির প্রতিনিধিরা এ স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপির মধ্য দিয়ে ‘জুলাই বিপ্লব মঞ্চ’ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
স্মারকলিপিতে উল্লেখিত ৯ দফা দাবির মধ্যে ছিল—
স্মারকলিপি প্রদানকালে ‘জুলাই বিপ্লব মঞ্চ’-এর নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থী নিপীড়নের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক, মানবিক ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় গড়াই আমাদের মূল লক্ষ্য। এসব দাবির বাস্তবায়ন ছাত্র অধিকার ও অংশগ্রহণমূলক প্রশাসনের পথ সুগম করবে।”
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ স্মারকলিপি গ্রহণ করে সংগঠনটির প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন যে, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে যথাসম্ভব দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.