জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বছর জুলাই পুনর্জাগরণ উপলক্ষে এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ, ১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে পিবিপ্রবির সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রদর্শনীর আয়োজন করেছে পিরোজপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস।
চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। উদ্বোধনী বক্তৃতায় তিনি ২০১৪ সালের ১৫ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনটির ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। তিনি উল্লেখ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। স্বাধীন দেশের ৫৪ বছর পরেও এ ধরনের সহিংসতা অত্যন্ত দুঃখজনক।”
উপাচার্য শহীদুল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ বর্তমান প্রজন্মের মধ্যে সেই চেতনা যে বাঁচিয়ে রাখবে, তা আমরা আশা করি।"
এ সময় পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদসহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.