Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসের স্মৃতিচারণে পিবিপ্রবিতে জুলাই যো’দ্ধাদের আবেগঘন স্মরণ

নাইম উদ্দিন আকন, পিরোজপুর প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) অনুষ্ঠিত হলো জুলাই আন্দোলনের শহীদ ও অংশগ্রহণকারীদের স্মরণে এক আবেগঘন আয়োজন। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী’। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা, কোটা সংস্কার আন্দোলনে আহতরা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “জুলাইয়ের এই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের ৩৬ দিনের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। আমাদের তরুণদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে বহু তরুণ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শত শত শিক্ষার্থী। এ অমানবিকতা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়।”

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মা সরকারি কলেজের ছাত্র মো. ছাকিন আহমেদ, হামলায় আহত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ফাহাদ সিকাদার, পিবিপ্রবির শিক্ষার্থী নাফিস আহনাফ, রিয়াজুস শামস ও মো. রিফাত হোসেন। তারা তাদের ওপর চালানো সহিংসতা, ভয়, আতঙ্ক ও বেঁচে থাকার লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

 

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন ও গীতার পাঠের মাধ্যমে। এতে পিরোজপুরের বিভিন্ন স্তরের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা সবাই শিক্ষার্থীদের এই আন্দোলনের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

আয়োজনে উপস্থিত একজন শিক্ষক বলেন, “এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার এক উদাহরণ।”

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যাতে আন্দোলনের ভয়াবহতা, সাহসিকতা ও আত্মত্যাগের চিত্র ফুটে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।