রায়হান আহমদঃ যবিপ্রবি প্রতিনিধি
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ ও টেকসই ভবিষ্যতের রূপরেখা বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ জুলাই সকাল ৯.৩০ মিনিটে যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে কনফারেন্সের আয়োজন করে যবিপ্রবির ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আবহাওয়া ও জলবায়ু ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং প্রভাবগুলির সাথে পরিবেশ, সমাজ ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য কৌশলগত আধুনিক মানানসই ব্যবস্থাপনা সংক্রান্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আহরণ করবে। এই কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও চিন্তা-চেতনা পরষ্পরের সাথে আদান-প্রদানের মাধ্যমে একজন দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করি। তাই আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে এবং একই সাথে অন্য সবাইকে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ও প্রতিরোধের বিষয়ে সচেতন করতে হবে। তোমরা নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, নতুন বিষয়ে জানবে ও আন্ত:বিভাগীয় সম্পর্ক বৃদ্ধি করবে। এই কনফারেন্সে অংশগ্রহণ ও অর্জিত জ্ঞান তোমাদের একটি পূর্ণাঙ্গ ও সচেতন মানুষ হিসেব গড়ে তুলবে। কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদুল হক, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন, স্কুল অব হিউম্যানেটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস্, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ; ড. মোঃ শিবলী সাদিক, সিনিয়র ওয়াটার রিসোর্সেস পলিসি অ্যাডভাইজার, অ্যাম্বাসি অব দ্যা নেদারল্যান্ডস ইন বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ ও জাহিদ আমিন শ্বাশত, হেড অব প্রোগ্রাম, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার গভার্নেন্স (উত্তরন), তালা, সাতক্ষীরা।
বক্তারা প্রকৃতি-ভিত্তিক সমাধান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন, নগর স্থিতিস্থাপকতা, জলবায়ু শাসন, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, জলবায়ু কর্মকাণ্ড এবং টেকসই পথ বলতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গৃহীত পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ সম্পর্কে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত কনফারেন্সের আহবায়ক ও সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সিডিএম বিভাগসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ, ধন্যবাদ জ্ঞাপন ও আলোকচিত্র গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.