Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি সমাবেশে হা/মলার প্রতিবাদে যশোরে জামায়াতের বি/ক্ষোভ সমাবেশ

যশোর প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজ যারা এনসিপির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তাদের আন্দোলনের ফলে দেশে গণতান্ত্রিক চেতনার জাগরণ ঘটেছে। গোপালগঞ্জে তাদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। যারা হামলায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

 

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহিদরা আমাদের গর্ব। তারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এনে দিয়েছেন। আজ যারা এনসিপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন, তাদের বোঝা উচিত—এই সুযোগে তৃতীয় পক্ষ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নূর মামুন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমির আশরাফ আলী, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।