মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, খাতা-কলম, ফুটবল, ড্রামসেট ও একটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা উপকরণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ বাড়াবে এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.