এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড় জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানকে নিয়ে কিছু সংগঠন বারবার কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই—এমন বক্তব্য আর সহ্য করা হবে না। শালীনতা বজায় রাখুন, না হলে জবাব দিতে আমরা জানি কীভাবে দিতে হয়।”
এদিন জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। এতে পুরো এলাকা এক পর্যায়ে উত্তাল হয়ে ওঠে নেতাকর্মীদের স্লোগানে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.