Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার তাসলিমা খাতুন

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোছাঃ তাসলিমা খাতুন।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি-অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সাবরিনা শারমিন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী, সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন, নাজির শফিকুল ইসলাম, সাইরাত সহকারী সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অফিসের কার্যক্রম আরও স্বচ্ছ, দক্ষ ও সেবামূলকভাবে পরিচালনার উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়। উপ-ভূমি সংস্কার কমিশনার অফিসের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

তিনি ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, রেকর্ড হালনাগাদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

কমিশনার ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন। এছাড়া তিনি জনগণকে আরও দ্রুত ও মানসম্পন্ন সেবা প্রদানে আধুনিক ও কার্যকর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।