Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যুবদলের বি/ক্ষোভ মিছিল: সরকারের ব্যর্থতার প্রতিবাদে যুবদলের হুঁশিয়ারি

মো: সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মো: সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি জনপ্রিয় রাজনৈতিক দল। আর যুবদল হচ্ছে সেই দলের অগ্রভাগের শক্তি। বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে সরকার বিভিন্ন ষড়যন্ত্র করেছে। তবে সময়ের ব্যবধানে সেই ষড়যন্ত্রকারীরাই আজ আত্মগোপনে কিংবা দেশ ছেড়ে পালিয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত দেখা যাচ্ছে। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। এই সুযোগে একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করা। তবে যুবদল সেই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।”

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।