আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ,প্রামাণ্যচিত্র প্রদর্শণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই সকাল ১১ টায় কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই জুলাই বিপ্লবের উপর প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। দিবসের তাৎপর্য ও গুরুত্ব প্রসঙ্গে বক্তারা আলোচনায় অংশ নেন।
বাংলা বিভাগের প্রভাষক সুযশ কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক যমুনা গোলদার, কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম সেখ,সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এস এম বনি আমিন, ছাত্রী কারিমা আক্তার, ফাহিমা আক্তার, ঐশী সাহা প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।