হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মো. মালু মিয়াকে (পিতা: মৃত সোনাই মিয়া, গ্রাম: মেরাশানী, মাধবপুর) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় প্রজাতির তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল এবং বন বিভাগের জগদীশপুর রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “দেশীয় পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব পাখি হত্যা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।