Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পাখি বিক্রিতে মোবাইল কোর্ট: জরিমানা ১০ হাজার টাকা, অবমুক্ত দেশীয় পাখি

হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

 

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মো. মালু মিয়াকে (পিতা: মৃত সোনাই মিয়া, গ্রাম: মেরাশানী, মাধবপুর) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় প্রজাতির তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

 

অভিযানে সহযোগিতা করেন মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল এবং বন বিভাগের জগদীশপুর রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “দেশীয় পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব পাখি হত্যা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।”

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।