হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র.) মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনের সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে একটি দল। তাদের সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক মীরা রাণী। পরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পাগল আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫) ও ফরশ কোষ (৩৩)। প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.