এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় তালা উপজেলা জামায়াত ইসলামী শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাষ্টার আমিনুল ইসলাম এবং তালা শহর জামায়াতের আমীর এডভোকেট মশিয়ার রহমান।
বক্তারা তাদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আসন্ন ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে দল-মত নির্বিশেষে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, এই সমাবেশ হবে গণতন্ত্র ও জনতার অধিকার প্রতিষ্ঠার মাইলফলক।