মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ (৬৫) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস খাঁ মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইদ্রিস খাঁ তার প্রবাসী ছেলের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৫০ জন যুবকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা করে হাতিয়ে নেয়। পরে এসব যুবকদের লিবিয়ায় পাঠিয়ে সেখানে বন্দিশালায় আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। অনেকে টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
ঘটনার পর এক ভুক্তভোগীর পরিবার মাদারীপুর আদালতে একটি সিআর মামলা দায়ের করে। আদালত মামলার পরিপ্রেক্ষিতে ইদ্রিস খাঁ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, "মানবপাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ’কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।"
পুলিশ জানিয়েছে, এ মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচারের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.