বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ বিধিমালা ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনভর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে সনি ব্রিকস, ইসলাম ব্রিকস ও রাখি ব্রিকস নামক ইটভাটাগুলোতে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ। এ সময় তাকে সহায়তা করেন এয়ারপোর্ট থানা ও বাবুগঞ্জ থানার পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, “পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাটি কাটায় যেসব ইটভাটা নিয়ম না মেনে কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”