Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে তিনটি ইটভাটায় অ’ভিযান, ২ লাখ টাকা জ’রিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ বিধিমালা ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনভর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে সনি ব্রিকস, ইসলাম ব্রিকস ও রাখি ব্রিকস নামক ইটভাটাগুলোতে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ। এ সময় তাকে সহায়তা করেন এয়ারপোর্ট থানা ও বাবুগঞ্জ থানার পুলিশের সদস্যরা।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, “পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাটি কাটায় যেসব ইটভাটা নিয়ম না মেনে কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।