নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
"জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ জুলাই) দুপুরে গাজীপুর শহরের বঙ্গ তাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ময়জউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খান জাহিদুল ইসলাম নিপু।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষক দলের নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, সাইফুল ইসলাম আতা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন স্থানে শহিদদের স্মরণে ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
উক্ত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর বার্তা দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.