Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভু’য়া ফেসবুক আইডি চালানো যুবক গ্রে/ফতার

হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে “রেহানা আক্তার রেহানা” নামে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডির মূল হোতা সাইফুল ইসলাম (২৭) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। সোমবার (২১ জুলাই) রাতে মাধবপুর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কমলানগর গ্রামের আজব আলীর পুত্র। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে নারী পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে আসছিল। এতে সমাজে উত্তেজনা ও জনমনে বিভ্রান্তি ছড়ায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের সাইবার টিম তাকে শনাক্ত করে। অভিযানের সময় মোবাইল ফোনসহ বেশ কিছু প্রমাণও জব্দ করা হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

এদিকে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, ভুয়া আইডি ও অনলাইনে কুরুচিপূর্ণ আচরণকারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।