Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“বিএনপিকে কলঙ্কিত করাই এনসিপির লক্ষ্য: কবি নজরুল কলেজে ইশরাকের মন্তব্য”

 কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “পদযাত্রার নামে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো এনসিপি’র একটি এজেন্ডা।”

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কলেজ ছাত্রদলের আয়োজনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে” অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, “একটি বিশেষ গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চায়। এটি প্রতিরোধ করতে হবে। অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও গত এক বছরে দৃশ্যমান কোনো বিচার হয়নি। মাত্র একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, পাঁচটি নয়—এর ব্যাখ্যা সরকার দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার স্বৈরাচার ঘেরা। তাদের চারপাশে আগের সরকারের সুবিধাভোগীরা বসে আছে, যাদের প্রতিহত করতে হবে।”

এ সময় কবি নজরুল কলেজের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চার শিক্ষার্থী—ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন ও তৌহিদুল ইসলাম—এর স্মরণে “শহীদ চত্বর” করার ঘোষণা দেন ইশরাক হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজমুল হাসান।
প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।