হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১৯৯৫/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দেবনগর গ্রামের মো. ফকরুল (২৯), পিতা দিদারুল ইসলাম এবং মোহনপুর গ্রামের সাইফুল ইসলাম (২৩), পিতা কামরুল হাসান। উভয়ের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ভারতীয় ১ বোতল মদসহ দুই যুবককে আটক করে।"
তিনি আরও জানান, "আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
ধর্মঘর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে মাদকসহ সকল প্রকার অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধ করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.