Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ভাঙাপুলের কারণে নদী পারাপারে চরম দুর্ভোগ 

MEHADI HASAN
জুলাই ২, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে একটি ভাঙা পুলের কারণে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারীদের। এতে ওই এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়ছেন। এ পরিস্থিতিতে চিতলমারী উপজেলার বাবুগঞ্জ এলাকা এলাকাবাসী দ্রুত এটি মেরামতের দাবি জানিয়েছেন। 

স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা গেছে, উপজেলার বাবুগঞ্জ বাজার সংলগ্ন চিত্রা নদীতে নির্মিত কাঠের পুলটি দীর্ঘদিন ধরে পারাপারের অনুপয়োগী হয়ে পড়েছে। পুলটির কাঠের পাটাতন ও কাঠামো ভেঙে যাওয়ায় মালামাল ও লোকজন পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাবুগঞ্জ বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল হাটে বিকি-কিনির জন্য এই কাঠের পুলটি একমাত্র ভরসা। সেটি ভেঙে যাওয়ায় আশপাশের শান্তিপুর, পাঙ্গাশিয়া, বোয়ালিয়া, খলিশাখালী, শৈলদাহ, বাবুগঞ্জ, ডাকাতিয়াসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ন হাওলাদার ডাঃ অমিত রায়, ইলিয়াচ শেখ সহ অনেকে জানান, পুলটি ভেঙে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ পুলটি পার হয়ে বাবুগঞ্জ বাজার ও আশপাশের নানা এলাকা হতে কয়েক হাজার লোক যাতায়েত করে। এটি পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এ পুল থেকে নদীতে পড়ে গিয়ে অনেকে আহত হয়েছেন। এটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া নেই। দ্রুত এটি মেরামতের দাবি জানান তারা।

এ বিষয়ে চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল নবধারা কে জানান, পুলটি কয়েকবার মেরামত করা হয়েছে কিন্তু ভারী যানবাহন চলার কারণে এটি ভেঙে গেছে। ওই স্থানে কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।