নবধারা ডেস্ক :
আজ ৭ জানুয়ারী টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল হালিমের ২য় মৃত্যু বার্ষিকী।এই দিন ভোর ৬ টায় তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছিলেন। আওয়ামী লীগের নিবেদিত প্রান বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে টুঙ্গিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছিলো।
তার স্মরণে শেখ আব্দুল হালিম স্মৃতি ফাউন্ডেশন আজ বেলা ৩ টায় তার নিজ বাড়িতে আলোচনা সভা ও বিকাল ৫ টায় ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এদিকে সাবেক সভাপতি শেখ আব্দুল হালিমের কনিষ্ঠ পুত্র পাটগাতী ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ রেজাউল করিম তার পিতার জন্য টুঙ্গিপাড়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।মি: রেজাউল বলেন, আপনারা আমার বাবার স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আমার পরিবারের পাশে দাড়াবেন বলে আমি আশা করি।
নবধারা এ নিবেদিত প্রান বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা কে বিন্ম্র শ্রদ্ধায় স্মরণ করছে ।