আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে এই বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর টাইগারদের কোনো খেলা নেই।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত, পরে গুঞ্জনই সত্যি হয়। যেহেতু ভারত আসছে না, সেক্ষেত্রে এই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। এমনটাই চান লিটন দাস ও তাসকিন আহমেদরা।
যদিও লম্বা সময়ের জন্য ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করতে পারে বলে জানা গেছে। এ নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেছে ঢাকা পোস্ট। সবমিলিয়ে মনে হয়েছে, একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। শেষ পর্যন্ত তাতে সফল না হলে ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামী মাসের শেষভাগে একটি সিরিজ আয়োজনের চিন্তায় বিসিবি। সিরিজ খেলার ব্যাপারে আয়ারল্যান্ড দলের সঙ্গে কথা হচ্ছে। এর ভেতর অবশ্য প্রায় সব দলেরই রয়েছে ব্যস্ত সূচি। এদিকে, পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে যাওয়া টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে।
তবে সিরিজ আয়োজনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সবই এখনও আলোচনার টেবিলে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লিটন দাসের দল। অল্প সময়ের মধ্যে দুটি সিরিজ শেষে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।
নতুন সিরিজ আয়োজন সম্ভব না হলে এশিয়া কাপের আগে সেভাবে ক্রিকেটীয় ব্যস্ততা থাকবে না শান্ত-তাসকিনদের। এখনও মহাদেশীয় এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করেনি এসিসি। তবে গণমাধ্যমে ছড়িয়ে পড়া সূচি অনুযায়ী– এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর এবং ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.