1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. : deleted-B6iY9nGV :
  5. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  6. jmitsolution24@gmail.com : support :
  7. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
  8. : wp_update-1720111722 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

এফআইইউ এর উপাচার্য হলেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০১৮ জন নিউজটি পড়েছেন।

নবধারা ডেস্কঃ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. আবুল কালাম আজাদ কে যোগদানের তারিখ হতে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর হিসেবে অবসরে যান। এছাড়া ৩ বছর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ড. আজাদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি কানাডার Dalhousie University থেকে Marine Management এর উপর মাস্টার্স ডিগ্রি এবং সুইডেনের Uppasala University থেকে Peace and Conflict Studies এর উপর ডিপ্লোমা করেন। এছাড়াও তিনি Institute of Political Studies, University of Aix-Marseille III, Aix en Provence, France থেকে Comparative Political Science এর উপর PhD. এবং d’Etudes Approfondies ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ড. আবুল কালাম আজাদ গবেষণা পরিচালক হিসেবে Bangladesh Institute of International and Strategic Studies (BIISS) এ কাজ করেছেন। তিনি অনেকগুলো স্কলারশীপ সুবিধা ভোগ করেছেন যার মধ্যে Senior Fulbright অন্যতম। তিনি দেশ এবং বিদেশের অনেকগুলো পেশাদার সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার একাধিক পাবলিকেশন রয়েছে যা দেশ ও দেশের বাইরে থেকে প্রকাশিত হয়েছে।

নবধারা/বিএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION