Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিএনপির ৩১ দফা প্রচারে টি-শার্ট ও রেইনকোর্ট বিতরণ

খুলনা প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রচারের অংশ হিসেবে স্থানীয় শ্রমজীবী মানুষের মাঝে টি-শার্ট ও রেইনকোর্ট বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) তেরখাদা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে উপহারসামগ্রী বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক।

কর্মসূচিতে স্থানীয় দোকানদার, ভ্যান ও ইজিবাইক চালক, কর্মজীবী মানুষসহ শারীরিকভাবে প্রতিবন্ধী ছয়জন ভ্যানচালককে রেইনকোর্ট ও টি-শার্ট প্রদান করা হয়।

এ সময় পারভেজ মল্লিক বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছি। তাদের সমস্যাগুলো শুনছি, যা আগামী দিনে নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, তেরখাদার প্রতিবন্ধী কর্মজীবীদের জন্য কর্মসংস্থানের নির্দেশনা স্থানীয় নেতাকর্মীদের দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পারভেজ মল্লিকের গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তনে ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে বিএনপির এই সরাসরি সংযোগ গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।