Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে নিজ ঘরে গলা কেটে হ/ত্যা, ছেলে রাজুর বি’রুদ্ধে অভিযোগ

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা
জুলাই ২৬, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে দিনে-দুপুরে নিজ ঘরের ভেতর গলা কেটে হত্যা করা হয়েছে এক মধ্যবয়সী ব্যক্তিকে। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম ফেলা (৪৮)। তিনি জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের দিদার উদ্দীনের ছেলে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ মাধবপুর স্কুলপাড়ার নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতের ছেলে রাজু (২৬) ঘটনার পর তার বন্ধু আকিদুলকে ফোন করে জানায়, সে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা, তা জানতে চায়। আকিদুলের বক্তব্য অনুযায়ী, কয়েকদিন ধরে রাজুর সঙ্গে তার বাবার পারিবারিক বিরোধ চলছিল এবং আজ সকালে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ঝিনাইদহ পিবিআই’র একটি তদন্তকারী দল। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।