যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে কর্মস্থলে পুনরায় যোগদানকারী শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে “শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা – ২০২৫” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চতর শিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই অনুষ্ঠান তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস।”
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী ও উচ্চশিক্ষা শেষে কর্মস্থলে ফিরে আসা শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করা হয়। একইসাথে উপস্থিত শিক্ষকরা তাঁদের উচ্চশিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন,জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম,ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার,বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. কামাল হোসেন এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন।
বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষক উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.