Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও মানসিক স্বাস্থ্য বিকাশে যবিপ্রবির ব্যতিক্রমী তিন উদ্যোগ

রায়হান আহমদ, যবিপ্রবি প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রায়হান আহমদ,যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গঠন, মূল্যবোধের চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে তুমিই পারবে, আচরণেই আত্মপরিচয়, তোমার পাশে সবসময় তিনটি প্রোগ্রাম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

সোমবার (২৮জুলাই) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রোগ্রাম তিনটি চালুর বিষয়ে জানা যায়। উক্ত তিনটি প্রোগ্রামের আওতায় যবিপ্রবি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার ও মোটিভেশন সেমিনার, ক্যারিয়ার পরামর্শ এবং অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা, প্রতিটি বিভাগের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের আচরণ, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে সচেতনতা সৃষ্টির জন্য প্রেজেন্টেশন ও আলোচনা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহযোগিতা করা সহ বিভিন্ন ধরনের বাস্তব কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়। এতে করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, যবিপ্রবি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্ধারণ, মানসিক দৃঢ়তা, সুন্দর আচরণ, সুস্থ মূল্যবোধ ও শারীরিক-মানসিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা তিনটি প্রোগ্রাম চালু করেছি। প্রোগ্রাম তিনটির মাধ্যমে শিক্ষার্থীরা সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পারবে, পেশাগত/কর্ম জীবনে শৃঙ্খলা ও সুস্থ মূল্যবোধ সম্পন্ন হবে, দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।