কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সচেতন ও আপডেট রাখতে ‘পত্রিকা কর্নার’ স্থাপন করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. জামাল খান। ব্যক্তিগত উদ্যোগে কলেজের মুক্তমঞ্চে স্থাপিত এই কর্নারটি এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বাংলা, ইংরেজি এবং চাকরির বিজ্ঞাপন সংক্রান্ত দৈনিক পত্রিকা সমন্বিত এই কর্নারে প্রতিদিন শিক্ষার্থীদের দলবেঁধে পত্রিকা পড়তে দেখা যাচ্ছে। ক্লাসের ফাঁকে ও অবসরে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি জাতীয়-আন্তর্জাতিক খবর, বিশ্লেষণ ও সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে পারছে।
গণিত বিভাগের স্নাতক ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশাহ বিন আলম বলেন, “লাইব্রেরি নির্ধারিত সময়ের বাইরে পত্রিকা পড়ার সুযোগ ছিল না। কিন্তু এই পত্রিকা কর্নার আমাদের সেই সীমাবদ্ধতা কাটিয়ে জ্ঞানচর্চার নতুন এক সুযোগ এনে দিয়েছে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আহসানুর সাগর বলেন, “যখন তরুণ প্রজন্মের মধ্যে প্রিন্ট মিডিয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তখন এমন একটি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।”
পত্রিকা কর্নার স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে মো. জামাল খান বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের চিন্তাশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা গড়ে তুলতে নিয়মিত পত্রিকা পাঠ অত্যন্ত জরুরি। এই কর্নারটি শুধু খবর জানার নয়, বরং এটি হবে একটি মুক্ত চিন্তার জায়গা, মতামত গঠনের প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার লক্ষ্যেই কাজ করে এসেছে। এই উদ্যোগ সেই চেতনারই একটি অংশ। আমি বিশ্বাস করি, কলম, চিন্তা ও জ্ঞানের মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.