হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে গত এক যুগ ধরে কোনো অভ্যন্তরীণ অডিট হয়নি। এতে করে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন অভ্যন্তরীণ অডিট না হওয়ায় বিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নেই। কর্মরত শিক্ষকরা আয়-ব্যয়ের কোনো তথ্য জানেন না। প্রধান শিক্ষককে বারবার অনুরোধ জানানো হলেও তিনি তা উপেক্ষা করে নিজের মতো করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এতে করে তহবিলের অর্থ আত্মসাতের আশঙ্কা করছেন সহকারী শিক্ষকরা।
এ বিষয়ে জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার আল নাসরুম বিন আকনের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ২২ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তবে দুই মাস পার হলেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের বক্তব্য নেওয়ার জন্য গত কয়েকদিন একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, “তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”
অন্যদিকে, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবো।”
বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.