হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে মো. আকাশ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত আকাশ মিয়া উপজেলার হবিবপুর গ্রামের মো. নুর মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে রবিবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলাটি মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”