হাসান শাহারিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)-এর আওতায় ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (এইচএসপি) প্রকল্পের সহকারী পরিচালক তৌফিক এরফান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তজ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, ইউআইটিআরসিই সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.